সঠিক উত্তর হচ্ছে: চীন-মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: পিং পং কূটনীতির ইংরেজি প্রতিশব্দ Shuttle Diplomacy। ১৯৭১ সালে মার্কিন টেবিল টেনিস দল জাপানে খেলতে আসলে চীন মার্কিন দলকে আমন্ত্রণ জানায়। মার্কিন দল এ আমন্ত্রণ গ্রহণ করলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু হয়। \"পিং পংকূটনীতি\" চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে।তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিণ্ঞ্জার ১৯৭১ সালেই বেইজিং সফর করেন এবং দুবছর পর ১৯৭৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন নিজেই চীন সফর করেন। এতে দু দেশের মধ্যে বৈরিতার অবসান ঘটে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক চীনকে স্বীকৃতি প্রদান করে। ফলে চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে। পক্ষান্তরে তাইওয়ান জাতিসংঘ থেকে বাদ পড়ে।