সঠিক উত্তর হচ্ছে: রিকেটস রোগে বক্ষদেশ চওড়া হয়ে যায়
ব্যাখ্যা: রিকেটস (Rickets) \r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━\r\n? ভিটামিন ‘ডি’ এর অভাবে রিকেটস রোগ হয়। অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, দাঁত ও হাড় গঠন প্রভৃতি শরীরবৃত্তীয় কাজে এই ভিটামিন প্রয়োজন। সূর্যের অতি বেগুনী রশ্মির প্রভাবে মানুষের ত্বকে জমে থাকা কোলেস্টেরল থেকেও এটি তৈরি হয়। তবে সেক্ষেত্রে ভিটামিন ডি তৈরির শেষ ধাপটি সংঘটিত হয় কিডনিতে। \r\n\r\n? দেহের হাড়গুলো দুর্বল হওয়া, গিট ফুলে যাওয়া, হাড়গুলো বিশেষ করে পায়ের হাড় বেঁকে যাওয়া ইত্যাদি এ রোগের লক্ষণ। এছাড়া এই রোগে অনেক সময় দেহের কাঠামো ঠিক থাকে না, হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় এবং বক্ষদেশ সরু হয়ে যায়। \r\n\r\n? নবজাতক শিশুদের চোখ বা জননাঙ্গ ঢেকে রেখে কিছুক্ষণ রোদে রাখা ভাল। এতে সূর্যলোকে অতি বেগুনী রশ্মির প্রভাবে শরীরের কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। \r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━