মূলত লাল, সবুজ আর নীল এই তিনটি রং এর প্রতি বেশি সংবেদনশীল। নির্দিষ্ট কিছু রঙের প্রতি সংবেদনশীলতা সব প্রাণীর এক নয়। ১৮৫৯ সালে জন টেনডাল নামের একজন আইরিশ পদার্থবিদ আকাশের রং নীল হবার কারণ সর্বপ্রথম ব্যাখ্যা করতে সক্ষম হন।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।