সঠিক উত্তর হচ্ছে: চাঁদের মত মুখ
ব্যাখ্যা: মুখ চাঁদের ন্যায় = চাঁদমুখ অথবা চাঁদের মত মুখ = চাঁদ হলে উপমিত কর্মধারয় সমাস হবে। চাঁদ রূপ মুখ = চাঁদমুখ হলে হবে রূপক কর্মধারয় সমাস (তবে সেক্ষেত্রে রূপক কর্মধারয় সমাসের শর্তসমূহ পূর্ণ করে না)। দু’ জন বিখ্যাত ভাষাতত্ত¡বিদ ড. এনামুল হক ও ড. মুহম্মদ শহীদুল্লাহ ভিন্ন ভিন্ন মত দেন।