সঠিক উত্তর হচ্ছে: নীরদচন্দ্র চৌধুরী
ব্যাখ্যা: নীরদচন্দ্র চৌধুরী - জন্ম-২৩ নভেম্বর ১৮৯৭\nকিশোরগঞ্জ, ময়মনসিংহ, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)\nমৃত্যু-আগস্ট ১, ১৯৯৯ (বয়স ১০১)\nলাথবুরী রোড, অক্সফোর্ডশায়ার, যুক্তরাজ্য\nছদ্মনাম- বলাহক নন্দী (শনিবারের চিঠি)\nপেশা- লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব\nজাতীয়তা-ভারতীয়\nসময়কাল\n১৯৩০-১৯৯৯.\nতিনি ইংরেজি ও বাংলা উভয় ভাষায়ই লিখেছেন। ইংরেজিতে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১; বাংলায় ৫।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]