সঠিক উত্তর হচ্ছে: লর্ড লিনলিথগো
ব্যাখ্যা: গবাদি পশুর জাত উন্নয়নে পাক-ভারত উপমহাদেশে ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন লর্ড লিনলিথগো।\nভিক্টর আলেকজান্ডার জন হোপ, লিনলিথগোর ২য় মার্কেস, (২৪ সেপ্টেম্বর ১৮৮৭ - ৫ জানুয়ারী ১৯৫২) ছিলেন একজন ব্রিটিশ ইউনিয়নবাদী রাজনীতিবিদ, কৃষিবিদ এবং ঐপনিবেশিক প্রশাসক।\nতিনি ১৯৩৬ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের দায়িত্ব পালন করেছিলেন।তাঁকে সাধারণত লিনলিথগো বলেই অভিহিত করা হত।\n[তথ্যসূত্রঃ The Development of Indian Agriculture]