সঠিক উত্তর হচ্ছে: ১৯৩৬
ব্যাখ্যা:
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস \'পদ্মা নদীর মাঝি\' ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে।
- এটি গ্রন্থাকারে প্রকাশ ১৯৩৬ সালে।
\r\n
- পদ্মা তীরবর্তী ধীবর-জীবন এর মূলকাহিনি।
\r\n
- এটি প্রথম বাংলা উপন্যাস, যেখানে আদ্যন্ত কথোপকথনে পূর্ববঙ্গীয় উপভাষা ব্যবহৃত হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্র:
- কপিলা
- মালা,
- হোসেন মিয়া,
- ধনঞ্জয়,
- শীতলবাবু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।