সঠিক উত্তর হচ্ছে: গোরা
ব্যাখ্যা: সঠিক উত্তর গোরা।\n\n১৯১০ সালে রচিত গোৱা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস।। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ব্রাহ্মসমাজ আন্দোলন, হিন্দু সংস্কার আন্দোলন, দেশপ্রেম, নারীমুক্তি, সামাজিক অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাস রচিত।\n\n[তথ্যসূত্রঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]