ব্যাখ্যা: তিন ব্যক্তির বয়সের গড় ৩০ বৎসর। তাদের বয়সের সমষ্টি= (৩০*৩)= ৯০ বছর \nএবং তাদের বয়সের অনুপাত ৩:৫:৭। \nতাদের অনুপাতের বয়সের সমষ্টি= ৩+৫+৭ = ১৫ \nতাহলে, সর্বকনিষ্ট ব্যক্তির বয়স = ৯০ এর (৩/১৫) = ১৮ বছর।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।