সঠিক উত্তর হচ্ছে: ১০ নিউটন
ব্যাখ্যা: পদার্থ মাত্রেরই ওজন আছে। বায়ু একটি পদার্থ হওয়ায় বায়ুরও ওজন আছে। বায়ুর এ ওজন জনিত কারণে যে চাপের সৃষ্টি হয়, তাকে বায়ুর চাপ বলে\'। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ ১০ নিউটন/বর্গ সেঃমিঃ বা ১৪.৭২ পাউণ্ড / বর্গইঞ্চি বা ৬.৭ কেজি/বর্গ ইঞ্চি। ভূপৃষ্ঠে বায়ুর চাপ সর্বাধিক। ভূপৃষ্ঠ হতে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে।