সঠিক উত্তর হচ্ছে: তত্ত্ববোধিনী পত্রিকা
ব্যাখ্যা: অক্ষয়কুমার দত্ত সম্পাদিত \'তত্ত্ববোধিনী পত্রিকা\' ১৮৪৩ সালে প্রথম শুরু হয়। এটি \'ব্রাহ্মসমাজ\' এর মুখমাত্র। অপরদিকে \'জ্ঞানান্বেষণ\' ইয়ং বেঙ্গল গোষ্ঠী এবং \'শিখা\' পত্রিকাটি ঢাকা মুসলিম সাহিত্যে সমাজের মুখপাত্র।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর]