সঠিক উত্তর হচ্ছে: পাঞ্চকার্ড
ব্যাখ্যা: ১৮০১ সালে বস্ত্রশিল্পে নকশা নিয়ন্ত্রণের জন্য পাঞ্চকার্ডের ব্যবহার শুরু হয়। ফ্রান্সের জোসেফ মেরী জেকার্ড পাঞ্চকার্ডের ব্যবহার শুরু করেন। পাঞ্চকার্ড হলো এক প্রকার কাগজের তৈরি কার্ড যা এর উপরের ছিদ্রের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে ডিজিটাল তথ্য প্রকাশ করে। ইউনিট রেকর্ড যন্ত্রে তথ্য ইনপুট, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এই কার্ড। প্রথম এই কার্ডে ডেটা সংরক্ষণ পদ্ধতি আবিষ্কার করেন। হারম্যান হলিরিথ কর্তৃক এই কার্ড প্রথম আবিষ্কৃত হয়েছে বলে একে হলিরিথ কার্ডও বলে।