সঠিক উত্তর হচ্ছে: সবগুলো
ব্যাখ্যা: ফোর-জি প্রযুক্তির বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ- ১- উচ্চগতির ওয়ারলেস ব্রডব্যান্ড সার্ভিস, প্রকৃত ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ 20 এমবিপিএস। ৩- ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা। ৪- আইপি নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক সিস্টেম। ৫-Bluetooth,WLAN, GPS(Global positioning system), WCDMA, GRRS প্রভৃতি ওয়ারলেস সিস্টেম সাপোর্টের জন্য নেটওয়ার্কে SDR (software defined radio) প্রযুক্তির ব্যবহার।