সঠিক উত্তর হচ্ছে: CRC
ব্যাখ্যা: CRC(Convention on the Rights of the Child) হচ্ছে জাতিসংঘের শিশু অধিকার সংক্রান্ত মানবাধিকার চুক্তি। এটি ১৯৮৯ সালে নিউইয়র্কে স্বাক্ষরিত হয়।CWC(Chemical Weapons Convention) হচ্ছে রাসায়নিক অস্ত্রবিরোধী সনদ, UDHR(Universal Declaration of Human Rights) জাতিসংঘের সাধারণ পরিষদের ৩য় অধিবেশনে গৃহীত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এবং VDPA(Vienna Declaration and Programme of Action) হচ্ছে ১৯৯৩ সালের মানবাধিকার বিষয়ক ভিয়েনা কনভেনশন এর আনুষ্ঠানিক নাম।\n\n[তথ্যসূত্র- বিবিসি]