সঠিক উত্তর হচ্ছে: ১৪টি
ব্যাখ্যা: প্রতি পঙক্তিতে চৌদ্দ অক্ষরযুক্ত চৌদ্দ পঙক্তির নির্দিষ্ট কলেবরে কবি হৃদয়ের একটি অনুভূতি এক বিশিষ্ট ছন্দ্ররীতিতে রুপায়িত হয়ে উঠলে তাকে সনেট বলা হয়।সনেট শব্দটি ইতালিয়ান Sonetto শব্দ থেকে এসেছে, যার অর্থ গীতিময় মৃদু ঝংকার।ইতালিয়ান কবি পেত্রাক এ ধারায় আদি কবি।মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক।‘বঙ্গভাষা’ তার প্রথম রচিত সনেট।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]