সঠিক উত্তর হচ্ছে: জটিল বাক্য
ব্যাখ্যা: যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যারা-তারা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যােজক দিয়ে যখন অধীন বাক্যগুলাে যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন –\n\nযে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই। \nযদি তুমি যাও, তবে তার দেখা পাবে। \nযখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।