সঠিক উত্তর হচ্ছে: গৌতমীপুত্র সাতকর্ণী
ব্যাখ্যা: সাতবাহন বংশের শ্রেষ্ট নরপতি ছিলেন সাতকর্ণী। তার মা গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তিতে সাতকর্ণী কৃতিত্ব বর্ণনা করেন। তার রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক এবং জাতিতে তারা ব্রাহ্মণ ছিলেন।