সঠিক উত্তর হচ্ছে: আকাঙ্ক্ষা
ব্যাখ্যা: একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। যথা- ১. আকাঙ্ক্ষা ২. আসত্তি এবং ৩. যোগ্যতা । বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন- চন্দ্র পৃথিবীর চারদিকে ....., বললে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না । আরো কিছু শোনার ইচ্ছা হয়। কিন্তু চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে বললে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়।