সঠিক উত্তর হচ্ছে: কুলটা নারীকে বর্জন কর
ব্যাখ্যা: কুলটা অর্থঃ কুলত্যাগকারিণী, ভ্রষ্টা। শব্দটি স্ত্রীলিঙ্গ। কুলটা শব্দটি মন্দ মেয়েদের উদ্দেশ্যে ব্যাবহার করা হয়। এই শব্দটির অর্থ হচ্ছে যে মহিলা পরকীয়া করে।\nবাক্যে অশুদ্ধ শব্দের প্রয়োগে বাক্য অশুদ্ধ হয়।\nবাক্যশুদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঠিক বাংলা বানান।\nএছাড়া বাচ্যজনিত ভুল, বাহুল্যজনিত ভুল, লিঙ্গজনিত ভুল, বিভক্তিজনিত ভুল, বচন ও সমাস ঘটিত অশুদ্ধি, প্রত্যয়, সন্ধি ইত্যাদি জনিত কারণেও বাক্য অশুদ্ধ হয়।\n[তথ্যসূত্রঃ ভাষা- শিক্ষা, ড. হায়াত মামুদ]