সঠিক উত্তর হচ্ছে: আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা: বাংলায় উপন্যাস রচনা শুরু হওয়ার প্রায় ৫০ বছর পর থেকে বাংলাদেশে উপন্যাস লেখা হয় (প্রথম বাংলা উপন্যাস \'আলালের ঘরে দুলাল\', প্রকাশকাল ১৮৫৮ আর \'আনোয়ারা\' প্রকাশিত হয় ১৯১৪ সালে)।\n বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের \'আলালের ঘরের দুলাল\' (১৮৫৮) । কালগত দিক থেকে উপন্যাস হিসেবে প্রথম দাবি খ্রিষ্টান বিদেশিনী হ্যানা ক্যাথরিন ম্যালেন্স (১৮২৬-৬১) রচিত \'ফুলমণি ও করুণার বিবরণ\' (১৮৫২) গ্রন্থের ।\n\n