সঠিক উত্তর হচ্ছে: টিপসই
ব্যাখ্যা: প্রকৃতি- প্রত্যয় সাধিত শব্দ নয় টিপসই। টিপসই ও নামসই শব্দ দুটির সই প্রত্যয় নয়। এটি সহি (অর্থ -স্বাক্ষর) শব্দ হতে উৎপন্ন। চলনসই, টেকসই, মানানসই, জুতসই ইত্যাদি প্রকৃতি ও প্রত্যয় সাধিত শব্দ।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।