সঠিক উত্তর হচ্ছে: তৎসম শব্দের রীতি
ব্যাখ্যা: ণত্ব বিধান :তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণত্ব বিধান বলে। ... ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ য় ব হ ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী ন মূর্ধন্য ণ হয়। যেমন :কৃপণ, হরিণ, ব্রাহ্মণ, রামায়ণ ইত্যাদি।