নিচের অপশন গুলা দেখুন
- ২০ জানুয়ারি, ১৯৬৮
- ২৬ মার্চ, ১৯৭১
- ৫ ডিসেম্বর, ১৯৬৯
- ২৪ জানুয়ারি, ১৯৬৯
১৯৫৬ সালে \'পূর্ব বাংলা\'র নাম করা হয় \'পূর্ব পাকিস্তান\'।
১৯৫৭ সালে করাচীতে পাকিস্তানের গণপরিষদের তরুণ সদস্য শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেয়ার সময় \'\'পূর্ব পাকিস্তান\'\' নামটির প্রতিবাদ করে বলেন যে, পূর্ব বাংলা নামের একটি ইতিহাস ও ঐতিহ্য আছে।
\'\'আর যদি পূর্ব পাকিস্তান নাম রাখতেই হয়, তাহলে বাংলার মানুষের জনমত যাচাই করতে হবে। তারা নামের এই পরিবর্তন মেনে নিবে কিনা - সেজন্য গণভোট নিতে হবে।\'\'
এরপর আসে ১৯৬৯ সাল। শুরু হয় আইয়ূব পতন আন্দোলন। সেসময় গণঅভ্যুত্থানে স্লোগান দেয়া হয় \'\'বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।\'\'
ইতিহাস অনুযায়ী, ওই প্রথম পূর্ব বাংলাকে \'\'বাংলাদেশ\'\' নামে অভিহিত করা হয়।
পরে ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, \'\'আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ\'\'।
ওই বৈঠকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন নাম প্রস্তাব করেন। পরে শেখ মুজিবুর রহমান \'\'বাংলাদেশ\'\' নামটি প্রস্তাব করলে তাতে সবাই একবাক্যে সায় দেন।
উৎসঃ বিবিসি বাংলা আর্কাইভ ও আওয়ামীলীগ ওয়েবসাইট।