সঠিক উত্তর হচ্ছে: ডিসেম্বর, ১৯৬৬
ব্যাখ্যা: এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। এর সদর দফতর ফিলিপাইনের ম্যানিলা শহরে।\nদেশ স্বাধীন হবার পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবি\'র সদস্য পদ লাভ করে।\nএডিবি এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মাসাৎসুগু আসাকাওয়া।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]