সঠিক উত্তর হচ্ছে: গ্রুপ O
ব্যাখ্যা: ? O গ্রুপের রক্তের লোহিত কণিকায় যেহেতু কোনো অ্যান্টিজেনই নেই। তাই তাকে যেকোনো গ্রুপে দেওয়া সম্ভব। সেই গ্রুপে যে অ্যান্টিবডিই থাকুক, কোনো ক্ষতি করা সম্ভব নয়। এজন্য O গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। \r\n\r\n ? AB গ্রুপের রক্ত নিজের গ্রুপ ছাড়া কোনো গ্রুপকে দেওয়া সম্ভব নয়। কারণ অন্য সব গ্রুপেই কোনো না কোনো অ্যান্টিবডি আছে এবং AB গ্রুপ দুটো অ্যান্টিজেনই থাকার কারণে যে কোনো একটি বা দুটি অ্যান্টিবডিই লোহিত কণিকাকে আক্রান্ত করে গুচ্ছবদ্ধ করে দেয়। \r\n \r\n? A গ্রুপ এবং B গ্রুপের রক্ত নিজের ছাড়া শুধু অই গ্রুপকে দেওয়া যেতে পারে, কারণ AB গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই, তাই A কিংবা B অ্যান্টিজেনকে আক্রান্ত করতে পারবে না। \r\n \r\n? AB গ্রুপকে বলা হয় Universal Acceptor.