সঠিক উত্তর হচ্ছে: দৌলত কাজী
ব্যাখ্যা: \"সতী ময়না ও লোর চন্দ্রানী \" - কাব্যগ্রন্থের রচয়িতা দৌলত কাজী। দৌলত কাজী ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিল বাংলা। তিনি \"সতী ময়না ও লোর চন্দ্রানী\" কাব্য রচনা করে বাংলার বিশিষ্ট কবিদের মাঝে নিজের অবস্থান করে নিয়েছেন। বাংলা কাব্যে ধর্মনিরপেক্ষ প্রণয়কাহিনীর তিনি পথিকৃৎ।