সঠিক উত্তর হচ্ছে: ১
ব্যাখ্যা: দেয়া আছে, সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মি. এবং উচ্চত৫ মি. পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, অতিভুজ^২ = ভূমি^২ + উচ্চতা ^ ২ \n অতিভুজ^২ = ১২ ^ ২ + ৫ ^ ২ \n অতিভুজ^২ = ১৪৪+২৫\n অতিভুজ^২ = ১৬৯ = (১৩)^২\nসুতরাং অতিভুজ = ১৩ \nঅর্থাৎ অতিভুজ ভূমি অপেক্ষা (১৩-১২) বা ১ মিটার বেশি।