সঠিক উত্তর হচ্ছে: বাংলা একাডেমি
ব্যাখ্যা: কারাগারের রোজনামচা হলো বঙ্গবন্ধু রচিত দ্বিতীয় প্রকাশিত বই। বাংলা একাডেমি ২০১৭ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বইটি প্রকাশ করে। এটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারান্তরীন থাকালীকান তার জেল জীবনের ডায়েরিকে ‘কারাগারের রোজনামচা’ নামে বই আকারে প্রকাশ করা হয়। বইটির ইংরেজি অনুবাদ করেন অধ্যাপক ড. ফকরুল আলম।[তথ্যসূত্র: কারাগারের রোজনামচা]