সঠিক উত্তর হচ্ছে: ১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর প্রথমার্ধে
ব্যাখ্যা: কবিগানের উৎপত্তি ও বিকাশ ১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত। কবিগানের উল্লেখ্যযোগ্য কবিওয়াল গোঁজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গি, নিতাই বৈরাগী প্রমুখ। কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত ছিলেন গোঁজলা গুঁই।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।