নিচের অপশন গুলা দেখুন
- দশম চার্লস
- ষোড়শ লুই
- পঞ্চদশ চার্লস
- চতুর্দশ লুই
➣ ১৭৮৯ সালে অভিজাত শ্রেণীর শাসন ও শোষনের বিরুদ্ধে শ্রমিক-কৃষক-জনতা বিদ্রোহ করে এবং ১৪ জুলাই ‘বাস্তিল দুর্গ’ - এর পতন হওয়ার মাধ্যমে “ফরাসি বিপ্লব” - এর শুরু হয়।
১৭৯২ সালে ফ্রান্সের রাজা ষোড়শ লুইস- কে উচ্ছেদ করে বিচারকার্য শুরু হয় এবং ফ্রান্সের “প্রথম রিপাবলিক” (First Republic) গঠিত হয়। আর এর সাথে সাথে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয়। ১৭৯৩ সালে ষোড়শ লুইসকে মৃত্যুদন্ড প্রদান করা হয়। ১৭৯৯ সালে দীর্ঘ ১০ বছর ধরে চলা বিপ্লবের অবসান হয়।
উৎসঃ HelloBCS content (Upcoming)