সঠিক উত্তর হচ্ছে: লোক লোকান্তর
ব্যাখ্যা: কবি আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ লোক-লোকান্তর। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থগুলো- কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠো, সোনালী কাবিন, আরব্য রজনীর রাজহাঁস, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া, দোয়েল ও দয়িতা, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, দ্বিতীয় ভাঙ্গন ইত্যাদি। উৎস: Hello BCS লেকচার।