সঠিক উত্তর হচ্ছে: বিষ্ণু দে
ব্যাখ্যা: উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, সাত ভাই চম্পা, সন্দ্বীপের চর, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু পঁচিশে বৈশাখ, দিবানিশি, চিত্ররূপমত্ত পৃথিবী, উত্তরে থাকো মৌন, আমার হৃদয়ে বাঁচো ইত্যাদি কাব্যগ্রন্থের রচয়িতা বিষ্ণু দে। উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।