সঠিক উত্তর হচ্ছে: শ্রীকান্ত
ব্যাখ্যা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ রচনা \"শ্রীকান্ত \"। চার খন্ডে বিভক্ত এটি লেখকের আত্নচরিতমূলক উপন্যাস। প্রথম খন্ড ১৯১৭, ২য় খন্ড ১৯১৮, ৩য় খন্ড ১৯২৭ এবং ৪র্থ খন্ড ১৯৩৩ সালে গ্রন্থকারে প্রকাশিত হয়। তার রচিত \"দেবদাস\", গৃহদাহ, চরিত্রহীন, উপন্যাসে সামাজিক দ্বন্দ্ব মূলক বা সমাজ অননুমোদিত প্রেমের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।