সঠিক উত্তর হচ্ছে: হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা: হাসান হাফিজুর রহমান\nজন্ম- ১৪ জুন ১৯৩২\nইসলামপুর, জামালপুর, বাংলাদেশ)\nমৃত্যু- ১৯৮৩ সালের ১ এপ্রিল,\nরাশিয়া, মস্কো\nপেশা- কবি, সাংবাদিক, সমালোচক\nভাষা- বাংলা\nজাতীয়তা- বাংলাদেশী\nনাগরিকত্ব- বাংলাদেশ\nশিক্ষা- বিএ, এমএ (বাংলা ভাষা ও সাহিত্য)\nশিক্ষা প্রতিষ্ঠান- ঢাকা বিশ্ববিদ্যালয়\nধরন- কাব্য, প্রবন্ধ, গল্প, ভ্রমণকাহিনী\nউল্লেখযোগ্য রচনা- একুশে ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের দলিল(সম্পাদনা)\nউল্লেখযোগ্য পুরস্কার- বাংলা একাডেমি, একুশে পদক পুরস্কার।\n১৯৪৬ সালে তিনি যখন স্কুলছাত্র, তখন তাঁর ছোট গল্প “অশ্রুভেজা পথ চলাতে” প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। এর দু বছর পর সোনার বাংলায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।\n[তথ্যসূত্রঃ দৈনিক সমকাল]