সঠিক উত্তর হচ্ছে: সোনালী কাবিন
ব্যাখ্যা: সোনালী কাবিন আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ইত্যাদি এই কাব্যগ্রন্থের উপজীব্য বিষয়। উপমহাদেশ, ডাহুকী, আগুনের মেয়ে, কাবিলের বোন, চেহারা চতুরঙ্গ ইত্যাদি তাঁর রচিত উপন্যাস। পানকৌড়ির রক্ত, ময়ূরীর মুখ, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক ইত্যাদি তাঁর রচিত গল্প। উৎস: Hello BCS লেকচার।