সঠিক উত্তর হচ্ছে: পুরোদেশীয় বাঁধ
ব্যাখ্যা: উপকূলের প্রায় সমান্তরালে কোন নদী মোহনার সাথে আড়াআড়ি ভাবে দীর্ঘ বাঁধের সৃষ্টি হলে, তাকে পুরোদেশীয় বাঁধ বলে।
এরুপ বাঁধের পেছনে অর্থাৎ স্থলভাগের দিকে সমুদ্রের জলরাশি আবদ্ধ হয়েজলাভূমি ও উপহ্রদের সৃষ্টি করে।
\nউদাহরণ – ভারতের চিল্কা হ্রদের সন্নিকটে গঞ্জাম থেকে রসিকুল্য পর্যন্ত একটি পুরোদেশীয় বাঁধের অবস্থান রয়েছে।\n