সঠিক উত্তর হচ্ছে: কমা
ব্যাখ্যা: কমা / পাদচ্ছেদ (,)\nবাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়।\nশুধু শেষ বিশেষ্য বা বিশেষণ পদ ছাড়া, বাক্যের অন্তর্গত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদের শেষে কমা ব্যবহার করা হয়।\nসম্বোধনের পর কমা বসে।\nপ্রত্যক্ষ উক্তির পূর্বে সূচক বাক্যের শেষে কমা বসবে।\nখন্ডবাক্যের পর কমা বসে।\nবাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে।\nমাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসবে।\nনামের পর ডিগ্রিসূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসবে। ইত্যাদি।