সঠিক উত্তর হচ্ছে: Mac OS
ব্যাখ্যা: যে সকল অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমতো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে তাকে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলা হয়।যেমন- Linux, Haiku, Darwin, Oberon, NetBSD, OpenBSD ইত্যাদি।Mac OS অপারেটিং সিস্টেমের স্বত্বাধিকারী অ্যাপল কোম্পানি। \n[Source: wwww.wikipedia.org]