সঠিক উত্তর হচ্ছে: কর্তৃকারক
ব্যাখ্যা: বাক্যে যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যােগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক। এখানে \'কারা গায়ে এসেছে\' এই প্রশ্নের উত্তর হল শহরের লোকেরা। তাই এটি কর্তৃকারক।