সঠিক উত্তর হচ্ছে: নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: \'প্রেমাংশুর রক্ত চাই\' কাব্যগ্রন্থের রচয়িতা নির্মলেন্দু গুণ। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- না প্রেমিক না বিপ্লবী, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, চৈত্রের ভালোবাসা, ও বন্ধু আমার, বাংলার মাটি বাংলার জল, চাষাভুষার কাব্য, মুজিব-লেনিন-ইন্দিরা, নিরঞ্জনের পৃথিবী, নেই কেন সেই পাখি, শিয়রে বাংলাদেশ ইত্যাদি। উৎস: Hello BCS লেকচার।