সঠিক উত্তর হচ্ছে: সোডিয়াম
ব্যাখ্যা: ক্ষার ধাতুসমূহ পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ পরিবাহক পদার্থ । ক্ষার ধাতুসমূহ যেমন- লিথিয়াম (Li) , সোডিয়াম (Na), পটাসিয়াম (k) প্রভৃতির মধ্যে সোডিয়াম হলো সর্বাপেক্ষা আকর্ষণীয়। এটি নিম্ন গলনাঙ্ক ও অতি উচ্চাতপ স্থানান্তর সহগ বিশিষ্ট পদার্থ।