নিচের অপশন গুলা দেখুন
- ১৯৭২ সালের ১ নভেম্বর
- ১৯৭২ সালের ১২ অক্টোবর
- ১৯৭২ সালের ৪ নভেম্বর
- ১৯৭২ সালের ১১ জুন
১২ অক্টোবর, ১৯৭২ সালে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। এই অধিবেশনে খসড়া সংবিধানটি বিল আকারে পেশ করা হয়।
গণপরিষদে বিলটির ওপর বক্তব্য দিতে গিয়ে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান বলেন, \'এই সংবিধান শহীদের রক্তে লিখিত।\' তিনি আরো বলেন, \'এই সংবিধান দেশের সমগ্র জনগণের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক হিসেবে বিবেচিত হবে।\'
বিল উত্থাপনকালে আইন ও সংসদবিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেন বলেন, \'\'এই সংবিধান গণতান্ত্রিক উপায়ে এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেছে। এই সমাজ ব্যবস্থায় আইনের শাসন, জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা, সাম্য এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।\'\'
উল্লেখ্য, সংবিধানটি গণপরিষদে পাশ হয় - ৪ নভেম্বর, ১৯৭২ সালে এবং ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পেীরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)