সঠিক উত্তর হচ্ছে: একত্রিত
ব্যাখ্যা: অপশনে প্রদত্ত \'একত্রিত\' শব্দটি প্রত্যয়ের অপপ্রয়োগজিনত অশুদ্ধ। এর শুদ্ধ প্রয়োগ একত্র। শব্দে অনেক সময় প্রত্যয়জনিত ত্রুটি লক্ষ করা যায়। যেমন - উৎকর্ষতা শব্দের শুদ্ধরুপ উৎকর্ষ ,ধৈর্যতা শব্দের শুদ্ধরুপ ধৈর্য, ঐক্যতা শব্দের শুদ্ধরুপ একতা /ঐক্য ইত্যাদি। \'জবাবদিহি\' মিশ্র শব্দ ( আরবি + ফারসি) \'মিথস্ক্রিয়া \' শব্দটি সংস্কৃত এবং গৌরবিত শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ ।