সঠিক উত্তর হচ্ছে: ব্যতিহার বহুব্রীহি সমাস
ব্যাখ্যা: লাঠালাঠি”---- এটি ব্যতিহার বহুব্রীহি সমাস সমাস ।\n\nব্যতিহার বহুব্রীহি সমাস হলো যে সমাসে একই রূপ দুটি বিশেষ্যপদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে যেমন- কানে কানে যে কথা = কানাকানি ।তৎপুরুষ সমাস হলো যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় ।যেমন- ঢেঁকিতে ছাঁটা = ঢেঁকিছাঁটা ।এখানে লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, অর্থাৎ এটি ব্যতিহার বহুব্রীহি সমাস ।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]