সঠিক উত্তর হচ্ছে: কাব্যগ্রন্থ
ব্যাখ্যা: আবু জাফর ওবায়দুল্লাহ শতাব্দীর বাংলাদেশের পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি। তার পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। আমার সময় , নির্বাচিত কবিতা, আমার সকল কথা , মসৃণ কৃষ্ণ গোলাপ, আমি কিংবদন্তির কথা বঞ্ছি প্রভৃতি তার বিখ্যাত কাব্যগ্রন্থ।\n [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]