সঠিক উত্তর হচ্ছে: নিকোলো ম্যাকিয়াভেলি
ব্যাখ্যা: অতীতে নীতিবিদ্যা ছিল পৌরনীতির অংশবিশেষ। প্লেটো এবং এরিস্টটল আদর্শ রাষ্ট্রের পরিকল্পনায় নৈতিক আদর্শের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। ইতালির প্রখ্যাত দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম আইন ও নৈতিকতার মাঝে পার্থক্য নিরূপণ করেন। [তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ শ্রেণি)]