সঠিক উত্তর হচ্ছে: নতুন শব্দ গঠন
ব্যাখ্যা: উপসর্গ বা আদ্যপ্রত্যয় হলো ভাষায় ব্যবহৃত কিছু অব্যয়সূচক শব্দাংশ যাদের নিজস্ব কোনো \"অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা আছে\"। উপসর্গ শব্দ বা শব্দমূলের শুরুতে বসে নতুন অর্থবহ শব্দ তৈরি করে, শব্দাংশের শুরুতে বসে না।