সঠিক উত্তর হচ্ছে: চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা: কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত উপন্যাস \'চিলোকোঠার সেপাই\' (১৯৮৭) ।এ উপন্যাসের মূল উপজীব্য ১৯৬৯ - এর গণঅভ্যূত্থান।তার আরেকটি উপন্যাস \'খোয়াবনামা\'।তার গল্পগ্রন্থ : অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি ,দুধেভাতে উৎপাত , দোজখের ওম, জ্বাল স্বপ্ন স্বপ্নের জাল।অন্যদিকে সারেং বৌ ,খেলারাম খেলে যা ও রুদ্ধদ্বার মুক্তপ্রাণ উপন্যাসের রচয়িতা যথাক্রমে - শহীদুল্লাহ কায়সার, সৈয়দ শামসুল হক ও সত্যেন সেন।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]