নিচের অপশন গুলা দেখুন
- কুক্কুরীপা
- ভুসুকুপা
- লুইপা
- কাহ্নপা
চর্যাপদের অন্যতম শ্রেষ্ঠ কবি - ভুসুকপা।
- তিনি সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন বলে মনে করা হয়।
- তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ রচনা করেন।
- ড. শহীদুল্লাহর মতে তিনি পূর্ব বঙ্গ অঞ্চলের মানুষ ছিলেন।
- তিনি তার রচিত ৪৯ নং পদে পদ্মা নদী (পঁঊআ খাল) এবং \'বঙ্গাল\' দেশ ও \'বঙ্গালী\'র কথা বলেছেন।
- \'আপনা মাংসেঁ হরিণা বৈরী\' (৬ নং পদ) পদের রচয়িতা ভুসুকপা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।