সঠিক উত্তর হচ্ছে: শহীদুল্লা কায়সার
ব্যাখ্যা: \'পেশোয়ার থেকে তাসখন্দ\' ভ্রমণকাহিনীটির রচয়িতা শহীদুল্লাহ্ কায়সার। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। তাঁর রচিত উপন্যাস - সারেং বউ ও সংশপ্তক। তাঁর রচিত স্মৃতিকথা- রাজবন্দীর রোজনামচা। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]